প্রধান শিক্ষকের বাণী
সাধারণভাবে বলা যায় মানুষের আচরণের কাঙ্খিত, বাঞ্চিত এবং ইতিবাচক পরির্বতনই হলো শিক্ষা। যুগে যুগে নানা মনীষী নানাভাবে শিক্ষাকে সংজ্ঞায়িত করেছেন। আবার সময়ের সাথে সাথে শিক্ষার সংজ্ঞা বা ধারণাও পরির্বতন এসেছে। গত দশক থেকে বাংলাদেশে শিক্ষায় আইসিটি’র ব্যবহার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করে। আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা মানসম্মত শিক্ষা অর্জনে কার্যকর ভূমিকা পালন করে।
আমাদের স্বপ্ন আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় কে, একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ। এ সব ছাত্রছাত্রীরা কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানসিকতা। আমরা আন্তরিকভাবে মনে করি, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম এবং তা সুচারুরূপে সম্পন্ন করার জন্য যৌক্তিক নিয়মকানুন। কার্যক্রম সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে সুসম্পন্ন করবে এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবর্তিত নিয়মকানুন শ্রদ্ধার সাথে তাদের মেনে চলতে হবে। একজন শিশুকে শিক্ষায় জাগিয়ে তুলতে পারে যে শিক্ষক এবং যে শিক্ষা প্রতিষ্ঠান ,তিনিই সার্থক এবং সেই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কেবল মাত্র ’এ’প্লাস নয় ,আপনার সন্তান প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হলো কি না তা মূল্যয়ন দাবি আপনার কাছে। আমরা প্রচারে বিশ্বাসী নয় কর্মে বিশ্বাসী। আমাদের বিগত দিনের পরীক্ষার ফলাফল এবং ছাত্র-ছাত্রীদের মেডিক্যাল,ইঞ্জিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি এবং সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ মর্যাদায় সম্মান জনক চাকুরিতে যোগ্য অবস্থানই তার প্রমান। অভিজ্ঞ ম্যানেজিং কমিটির সুপরিচালনায় বিশেষ করে মাননীয় সভাপতি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করায় ইতিমধ্যেই তা সুধিজনের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। সম্মানিত এলাকাবাসী,অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্র-ছাত্রী বৃন্দ, কোন ব্যাবসায়ীক উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ন শিক্ষাসেবার মাধ্যমে উন্নত ফলাফল নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সু-সন্তান,সু-নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে অত্র বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। পরিশেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে , জমি ও অর্থ দাতা ও এককালীন দাতা, ক্ষুদ্রঅর্থ প্রদানকারী সকল শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ,কায়িক পরিশ্রম ও সার্বিক সহযোগিতা দ্বারা, যারা যুক্ত ছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্র প্রতিষ্ঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে, আলোকিত মানুষ রুপে আবির্ভূত হোক, সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।