আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা বিভাগের ফরিদপুর জেলায়, ভাঙ্গা উপজেলার মালীগ্রাম নামক বাজার সংলগ্নে এবং ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেস হাইওয়ের উত্তর পার্শ্বে অবস্থিত একটি স্কুল। বিদ্যালয়টি এলাকার অনগ্রসর মানুষকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ও নিঃর্স্বাথ মনোভাব নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবী, দাতা ব্যক্তিবর্গের সামষ্টিক উদ্যোগে 1973 সনে স্থাপিত । 1973 সালে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি স্বাপেক্ষে স্বীকৃতি লাভ করে । পরবর্তীতে 1984 সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি লাভ করে 01/06/1984 ইং তারিখে বিদ্যালয়ের নিম্ন-মাধ্যমিক ও 01/01/1994 ইং তারিখে মাধ্যমিক পর্যায়ে এম,পি,ও ভূক্ত হয় । বর্তমানে বিদ্যালয়ে ১২ জন শিক্ষক, ১ জন সহকারী গ্রন্থাগারীক, চার জন খন্ডকালীণ শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছে ।
(চলমান)